বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপণ সংঘর্ষের আশঙ্কা 

যশোর প্রতিনিধি 

যশোরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপণ সংঘর্ষের আশঙ্কা 

যশোরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষসহ খুন জখমের মত ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। যে কোন মুহুর্তে এসব ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

এর জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ কারার জন্য যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এর সহযোগিতা কামনা করে এলাকাবাসী। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কনেজপুর গ্রামের একটি সরকারি রাস্তা দখল করে স্থানীয় এক মাদক ব্যবসায়ী রাস্তার উপর গাছ লাগিয়েছে। এঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলহাজত বাসের হুমকিও দিয়েছে ওই দুর্বৃত্ত। ফলে গ্রামের লোকজন গত ২৯ মে প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করে।

গত ২৯ মে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস বিষয়টির গুরুত্ব অনুভব করে সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু বিষয়টি দুই সপ্তাহ হতে চললেও সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান এই আবেদনটির কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। 

স্থানীয় লোকজনসহ গণমাধ্যম কর্মীরা এ আবেদনের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে সম্পর্কে জানতে যোগাযোগ করলে তাদেরকে জানানো হয়, ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সাথে যোগাযোগ করুন। কমিশপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া ভূমি অফিসে গেলে নায়েব সাফ জানিয়ে দেন এ ধরণের কোন চিঠি তিনি পাননি।

পাঁচবাড়িয়া ভূমি অফিসের নায়েব শাহাদত হোসেন বলেন, আমি কোন আবেদন (পত্র) পায়নি। গত এক সপ্তাহে কনেজপুর গ্রামের রাস্তা নিয়ে কোন চিঠি ইউনিয়ন ভূমি অফিসে আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।

 যোগাযোগ করা হলে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান বলেন, আমি চিঠিটি পাওয়ার সাথে সাথে ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আপনারা ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস বলেন, আমি চিঠিটি সাথে সাথে পাঠিয়ে দিয়েছি। এমনকি সহকারী কমিশনারকে ফোন করে বলে দিয়েছি।

টিএইচ